উত্তরঃ- Slump test এর মাধ্যমে মাঠ পর্যায়ে কংক্রিটের মান (Quality), Workability নির্ণয় করা হয়ে থাকে। বিভিন্ন ধরণের নির্মাণ কাজের ও মিক্স ডিজাইন ভেদে যার মান বিভিন্নরকম হয়। নীচে প্রচলিত স্লাম্পের মান দেয়া হলোঃ
উত্তরঃ- নির্মাণ কাজে ইঞ্জিনিয়ারগণ নানাবিধ সূত্র (Formula) ব্যবহার করে থাকেন। মাঠ পর্যায়ে দীর্ঘ দিনের অভিজ্ঞতা এবং সেই সকল সূত্রের সমন্বয়ে প্রাপ্ত মোটা দাগের হিসেব কে Rule of Thumb বলা হয়। যেমন: ১০০ ঘনফুট ব্রিক খোয়া করতে Rule of Thumb হলো-আনুমানিক ১১০০টি (বাংলা ইট) অথবা ১০০০টি গ্যাসে পোড়ানো ১ নম্বর ইট প্রয়োজন হয়।
উত্তরঃ- “TMT 500W” মানে Thermo Mechanically Treated Bars with yield strength 500 Pascal. W দিয়ে বুঝানো হয় যে, এই বার সমূহ ওয়েন্ডিংযোগ্য (W Denotes that these bars are wieldable.)” না। বেশি রড দেয়া মানে শক্ত বিল্ডিং নয়।
উত্তরঃ- বাড়ীতে ব্যবহৃত ময়লা পানি ও পয়ঃনিস্কাশনের (Grey Water and Human Waste) জন্য Soak Pit এবং Septic Tank ব্যবহৃত হয়। বিএনবিসি-২০২০ এর নিয়মানুযায়ী অবশ্যই এটা আমাদের বাড়ীতে থাকতে হবে। প্রচলিত ভাবে আমরা যা দেখি তা নিয়মের ব্যত্যয় এবং পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।
উত্তরঃ- যদি আমরা বীম ব্যতিরেকে ফ্লোরে ফ্ল্যাট স্ল্যাব করতে চাই, তবে তার স্ট্রাকচারাল ডিজাইন সম্পূর্ণ আলাদা। তাই পূর্বেই সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে আর্কিটেক্ট ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। কেননা অনেকক্ষেত্রে ভূমিকম্প প্রবন এলাকায় ফ্ল্যাট স্লাব সুপারিশ করা হয় না।
উত্তরঃ- মোটা দাগে একটি বাড়ীর মালিকের চাহিদার সাথে মিল রেখে সৌন্দর্য এবং জায়গার সুষ্ঠু ব্যবহার করার দায়িত্ব আর্কিটেক্টের। অপর দিকে ডিজাইনটি ভৌত/কাঠামোগত ভাবে নিরাপত্তাসহ তৈরীর দায়িত্ব সিভিল ইঞ্জিনিয়ারদের।
উত্তরঃ- জ্বী, না। প্রতিটি প্লটের জন্য আলাদা আলাদা সয়েল টেস্ট করাতে হবে। কেননা আমরা মাটির নীচের অবস্থা সম্পর্কে জানি না। সয়েল টেস্ট আমাদের মাটির নীচের অবস্থা এবং এর বেয়ারিং ক্যাপাসিটি (ভার বহন ক্ষমতা) সম্পর্কে ধারণা দেয়। যার উপর ভিত্তি করে জিয়োটেক ইঞ্জিনিয়ারগণ Foundation Design করেন। এমনও দেখা গেছে যে একই প্লটের ভিতরে একেক জায়গার মাটি একেক রকম। তাই প্রতিটি প্লটেই ভালো ফার্মের মাধ্যমে সয়েল টেস্ট করতে হবে।
উত্তরঃ- নিজেদের প্রয়োজন অনুসারে বাড়ীর অভ্যন্তরীণ স্ট্রাকচারাল মেম্বার সমূহ অপরিবর্তিত রেখে নানাবিধ উপকরণ দিয়ে সৌন্দর্য্য বৃদ্ধিকে Interior Decoration (ID) বলা হয়। এটি এক দিকে যেমন জায়গার ব্যবহার উপযোগিতা বাড়ায়, তেমনি সৌন্দর্য্য বৃদ্ধি করে। তবে ID এর ক্ষেত্রে ভবিষ্যতের কথা চিন্তা করে Low Maintenance দরকার এমন ডিজাইন করা প্রয়োজন।
উত্তরঃ- একটি রডের সাথে আরেকটি রডের আড়াআড়ি অথবা লম্বালম্বি অবস্থানকে Over lapping বলা হয়। রডের ল্যাপিং দৈর্ঘ্য নিম্নরূপঃ
উদাহরণ স্বরূপ, বীমের ১৬ মিলিমিটার রডের ল্যাপিং হবে = (40 x 16) = 640 মিমি। যেখানে, d = রডের ডায়া।
উত্তরঃ- “Soil Mechanics” একটি বিজ্ঞান। বলা হয়ে থাকে যদি মাটিতে পানি না থাকতো তবে এই বিষয়ের দরকার হতো না। যেহেতু মাটি পানির সংস্পর্শে আসলে নানা রকম আচরণ করে তাই সয়েল টেস্টের সময় মাটিতে পানির পরিমাণ এবং ওয়াটার লেভেল এত বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখা দরকার, শীতকালে একটি স্থানের মাটির আচরণ বাড়ির ভিত্তির (Foundation) এর জন্য যেমন হবে বর্ষাকালে অবশ্যই তা এক রকম থাকবে না। এ সকল বিষয় আমলে নিয়েই Foundation ডিজাইন করার ক্ষেত্রে সয়েল টেস্ট রিপোর্ট অত্যন্ত জরুরী।
উত্তরঃ- একটি বিল্ডিং নির্মাণের পর বিল্ডিং কিভাবে নির্মিত হয়েছে (মানে পূর্বের নানাবিধ ড্রয়িং এর সাথে তৈরিকালীন কোন ব্যত্যয় থাকলে সেটি উল্লেখসহ) তার ড্রয়িং কে As-Built Drawing বলা হয়। বিএনবিসি-২০২০ অনুযায়ী অবশ্যই বিল্ডিং এর As-Built Drawing কর্তৃপক্ষকে জমা দিয়ে বসবাসের অনুমতি নিতে হবে। এটি ভবিষ্যতের জন্য অতি প্রয়োজনীয় একটি ড্রয়িং কেননা ভবিষ্যতে বিল্ডিং এর যে কোন ধরনের পরিবর্ধন/ পরিমার্জনের লক্ষ্যে এটি দরকার হবে।
উত্তরঃ- নিচে উত্তরটি দেওয়া হলো,
উত্তরঃ- পানির ব্যবহার সিমেন্টের ব্যবহারের সাথে সম্পর্কযুক্ত। পানি ও সিমেন্টের পরিমাণের অনুপাত ০.৪৫-০.৫৫ এর মধ্যে থাকতে হবে। যেমন: ১ ব্যাগ সিমেন্টের সাথে ঢালাই এর সময় (০.৪৫ × ৫০) = ২২.৫ কেজি বা ২২.৫ লিটার পানি মিশাতে হবে
উত্তরঃ- সাধারণত টয়লেট/ বাথরুমের উপরে ৭’ উচ্চতায় দেয়া ছাদ কে False ছাদ বলা হয়। এটি মূলত টয়লেটের/ বাথরুমের গ্রে ওয়াটার/হিউম্যান সয়েল লাইন আলাদা করতে ব্যবহৃত হয়। এছাড়াও এটি স্টোর এবং Geyser স্থাপনের জায়গা হিসেবেও ব্যবহৃত হয়।
উত্তরঃ- আমরা যদি বাথরুম/ টয়লেট, রান্নাঘর অথবা অন্যান্য জায়গায় গরম পানি সরবরাহ চাই তবে অবশ্যই Geyser লাগবে। কখনো কখনো কেন্দ্রীয়ভাবে Geyser স্থাপন করা হয়ে থাকে। আবার কখনও কখনও প্রতিটি বাথরুমের জন্য আলাদা অথবা ফ্ল্যাটের কয়েকটি বাথরুম মিলে একটি Geyser লাগানো হয়। এক্ষেত্রে অবশ্যই পূর্বে সিদ্ধান্ত নিতে হবে কারণ এর সাথে প্লাম্বিং লাইনের সংযোগের বিষয়টি জড়িত।
উত্তরঃ- কংক্রিটের চাপ বহন ক্ষমতা (Compressive strength) নির্ণয়ের একক হল Mpa এবং PSI.
উত্তরঃ- কোন কংক্রিট মেম্বারের বাইরের প্রান্ত থেকে রডের দূরত্বকে ক্লিয়ার কাভার বলে। ক্লিয়ার কাভার সি সি দিয়ে দেয়া হলে সিসি ব্লকের মিক্সিং রেশিও কমপক্ষে ১:১.৫: ৩ হবে এবং তা ভালোভাবে কিউরিং করতে হবে। বিভিন্ন মেম্বারের Clear Cover ভিন্ন। যেমন:
উত্তরঃ- ১:২:৪ বলতে বুঝায় ১ ভাগ সিমেন্ট, ২ ভাগ বালি ও ৪ ভাগ খোয়া/পাথরের সংমিশ্রনে তৈরী কংক্রিট।
উত্তরঃ- বিষয়টিতে আপাত ভাবে সিদ্ধান্ত দেবার অথবা নেবার সুযোগ নেই। এক্ষেত্রে আপনাকে আপনার বাড়ির Foundation, স্ট্রাকচারাল ড্রয়িং এবং As-Built ড্রয়িং সহ একজন বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারের দ্বারস্থ হতে হবে। তিনি নানাবিধ Analysis সাপেক্ষে মতামত প্রদান করবেন যে, আপনি আপনার বাড়ির Vertical Extension করতে পারবেন কি না। অবশ্যই বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার নিয়োগের ক্ষেত্রে সচেষ্ট থাকবেন যেন তারা তাদের স্ব স্ব ক্ষেত্রে ন্যূনতম M.Sc ডিগ্রিধারী হন। প্রাতিষ্ঠানিকভাবে বুয়েটের BRTC (Bureau of Research, Testing and Consultation), এমআইএসটির CATS (Center for Advisory and Testing Services) এর মাধ্যমেও আপনি এই প্রক্রিয়া সম্পাদন করতে পারবেন।
উত্তরঃ- এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে-
১) আপনার বিল্ডিং করার সময় আপনার Designer অত্যন্ত নিখুতভাবে Over Design না করে Optimal Design করেছিলেন। যার প্রেক্ষিতে আপনার G +6 এ Structural Design পাস করলেও G+7 এ ফেল করছে। সে ক্ষেত্রে অবশ্যই আপনার Construction team এর সকলের বাহবা পাবার যোগ্য যে তারা বিল্ডিং নির্মাণের সময় আপনার খরচ বাঁচিয়ে দিয়েছে।
২) আপনার বিল্ডিং এর নির্মাণগত মান ভালো হয়নি।
সমাধানঃ বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে Retrofitting এর সাহায্যে আপনি আপনার বিল্ডিং এর Strength বাড়াতে পারেন।
উত্তরঃ- BNBC-2020 অনুযায়ী ৩৩ মিটার এর নিচের উচ্চতার বিল্ডিং এর জন্য স্থায়ী Fire Alarm এবং Firefighting System এর দরকার নেই। তবে বিল্ডিং এর বিভিন্ন জায়গায় যেমন: লিফট, লবি, সিঁড়ি ইত্যাদি জায়গায় Manual Alarm System এবং Fixed Hydrant System থাকতে হবে।
উত্তরঃ- BNBC-2020, Para 4.5.6, Page 2995 অনুযায়ী একটি বিল্ডিং এর সম্পূর্ণ লোডের ৩% অবশ্যই Renewable Energy হতে হবে। তাই সোলার প্যানেল লাগানো হয়ে থাকে। এই বিদ্যুৎ বেসমেন্ট, অন্ধকার করিডোর, ইমার্জেন্সি লাইটিং, ফ্যান, সাইন পোস্টিং ইত্যাদি চালাতে ব্যবহার করা যাবে।
উত্তরঃ- আদতে পাশ করানো ড্রয়িং (Approved Drawing) এবং Working Drawing এর মাঝে ব্যত্যয় এর কোন সুযোগ নেই। যদি এর ব্যত্যয় ঘটে তবে কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা রাখে। Architectural Drawing এর একটি অংশ হচ্ছে Working Drawing যার মাধ্যমে সাইট ইঞ্জিনিয়ারগণ নির্মাণ কাজ সম্পন্ন করে থাকেন। এই ড্রয়িং এ Construction এর সকল ড্রয়িং সন্নিবেশিত থাকে। Working Drawing যত Details এবং নিখুত হবে সাইটে কার্যক্রম তত সহজ হবে।
উত্তরঃ- কোন বিল্ডিং এর Quality Assurance একটি প্রক্রিয়া যা বিল্ডিং তৈরিকালীন এবং বিল্ডিং হস্তান্তর অব্দি চলমান থাকে। প্রায়শই এমন দেখা যায় যে, ভালো ডেভেলপার/ কনট্রাক্টর না হলে বিল্ডিং এর কোয়ালিটি ঠিক থাকে না। এক্ষেত্রে অবশ্যই Construction চলাকালীন নিবিড় তদারকির প্রয়োজন। যেমন- ঢালাই এর সময় বিভিন্ন জায়গা থেকে Concrete এর Sample Collection এবং তার টেস্ট করা। যদি নির্মাণ চলাকালীন মান সম্পর্কে প্রশ্ন জাগে তবে সাথে সাথে ইঞ্জিনিয়ারকে জানাতে হবে। অনেক ক্ষেত্রে জমির মালিক মান নিশ্চিতকল্পে তাদের পক্ষ হতে একজন ইঞ্জিনিয়ার নিয়োগ করে থাকেন। যদি বিল্ডিং এর মানের বিষয়টি পরে গোচরীভূত হয় তবে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারের মতামত নিতে হবে।
উত্তরঃ- হ্যাঁ। আপনি এর দায়ভার মোটেও এড়িয়ে যেতে পারেন না। BNBC-2020 (Part-VII, Chapter 1) অনুযায়ী জমির মালিক এবং কনট্রাক্টর এর মাঝে লিখিত চুক্তি করা কালীন দায়বদ্ধাতার বিষয়টি সুস্পষ্ট হতে হবে। তদুপরি দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে ব্যবহৃত আইন সমূহ হলো – Employers Liability Act 1938, The factories Act 1965, the fatal Accident Act 1955 and Workmen’s Compensation Act 1923.
উত্তরঃ- Plinth লেভেল হলো বিল্ডিং নির্মাণের পর বিল্ডিং এর ভিতরে Ground Floor এর
BNBC-2020 অনুযায়ী PL. পার্শ্ববর্তী রাস্তার মধ্য হতে ন্যূনতম ৪৫০ মিমি উচ্চতায় হতে হয়। এ ক্ষেত্রে PL নির্মাণের সর্বোচ্চ বন্যার পানির লেভেল (Maximum Flood Level) কেও মাথায় রাখা বাঞ্চনীয়।
উত্তরঃ- বিষয়টি নির্ভর করবে আপনার বিল্ডিং এর ডিজাইনের উপর। আপনি স্টোন চিপস না ব্রীক চিপস ব্যবহার করবেন সেক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। অনেক ক্ষেত্রে বিল্ডিং এর কলাম ও বীমে স্টোন চিপস এবং ফ্লোর স্ল্যাবে “ব্রীক চিপস” ব্যবহার হয়ে থাকে।
উত্তরঃ- আপনি আপনার পক্ষ হতে একজন ইঞ্জিনিয়ার প্রতিনিধি নিয়োগ করতে পারেন যিনি কাজের মান নিশ্চিত করবে। একই সাথে Developer এর সাথে চুক্তির সময় মান সংক্রান্ত (Quality Control) বিষয়টি লিখিত আকারে থাকতে হবে।
উত্তরঃ- হ্যাঁ। রাজউক এর নির্মাণ বিধিমালা এবং ক্যান্ট বোর্ডের নিয়মে কিছুটা পার্থক্য বিদ্যমান। তবে আপনি ক্যান্ট বোর্ডের অধীনে যে নিয়মে ডিজাইন অনুমতি গ্রহণ করাবেন সেই নিয়মেই বাড়ী করতে পারবেন।
উত্তরঃ- শুরুতেই যদি সমকোণ চেক না করা হয় তবে Finishing Work করা কালীন প্রচুর সমস্যার সম্মুখীণ হতে হয়। বিশেষ করে টাইলস লাগানোর ক্ষেত্রে Wastage এর পরিমান অনেক বেড়ে যায়।
উত্তরঃ- আপনি আপনার এই সিদ্ধান্তের কথা অবশ্যই শুরুতে আপনার আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কে অবহিত করবেন। কারণ BNBC-2020, Para 4.4.4, Page 2772 অনুযায়ী Roof Slab ডিজাইনে এই বাগানকে অবশ্যই Structurally Support করতে হবে। একই সাথে ছাদের জন্য বিশেষ ড্যাম্প কন্ট্রোল এবং ড্রেনেজ ব্যবস্থা থাকতে হবে।
উত্তরঃ- নিচে উত্তরটি দেওয়া হলো,
উত্তরঃ- অবশ্যই উই পোকা নিরোধক ব্যবস্থা (Pest Control) নিতে হবে। গ্রাউন্ড ফ্লোর ঢালাই এর পূর্বে ঔষধ/কেমিক্যাল দিতে হবে এবং সুয়েরেজ লাইনসহ সারফেস ড্রেনের যে পাইপ সংযোগস্থল সেখানে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
উত্তরঃ- নিচে উত্তরটি দেওয়া হলো,
উত্তরঃ- নির্মাণ কাজের পানি হতে হবে সুপেয়/পানযোগ্য পানির গুণাগুন সম্পন্ন। ঘোলাটে, ময়লাযুক্ত এবং লবণাক্ত পানি নির্মাণ কাজে ব্যবহার করা যাবে না।
৩৭. প্রশ্নঃ ঢালাই এর সময় আমাদের বলা হয় Vibrator ব্যবহার করতে। আবার বলা হয় বেশি Vibration করা যাবে না। ব্যাপারটা কেন?
উত্তরঃ- Vibrator এর Vibration এর সাহায্যে ফ্রেমের প্রতিটি জায়গায় (এমনকি রডের মাঝেও) কংক্রিট পৌঁছানো নিশ্চিত করা হয়। অতিরিক্ত ভাইব্রেশন (Vibration) করা হলে কংক্রিটের মাঝে ব্যবহৃত উপাদান সমূহ আলাদা হয়ে যাবার সম্ভাবনা থাকে যাতে করে কংক্রিটের মান কমে যায়। কংক্রিটের উপাদান (পাথর/খোয়া, বালি, সিমেন্ট ও পানি) আলাদা হয়ে যাওয়ার এই প্রক্রিয়াকে “Segregation (সেগ্রিগেশন)” বলা হয়। তাই পরিমিত Vibration করতে হয়।
উত্তরঃ- কংক্রিট এক প্রকার কৃত্রিম পাথর। এটি নিম্নলিখিত জিনিসের সমন্বয়ে তৈরি হয়।
কংক্রিট চার প্রকার। যথা-
উত্তরঃ- মাথার উপর থেকে সরাসরি কংক্রিট ফেলা হলে “Segregation (সেমিগেশন)” হবার সমূহ সম্ভাবনা থাকে। তাই ১.৫ মিটারের বেশি উপর থকে কংক্রিট ঢালা নিষেধ করা হয়।
উত্তরঃ- হ্যাঁ। রং করার সময় অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন হয়। কারণ রং করা কালীন অসতর্কতার দরুন বিস্ফোরণ সংঘটিত হওয়ার ঘটনাও ঘটেছে।
উত্তরঃ- টাইলসের প্রকারভেদ নিচে দেওয়া হলো,
উত্তরঃ- ভিতরের দেয়াল:
বাহিরের দেয়াল:
উত্তরঃ- ফ্লোর টাইলস (৬-৮)% এবং ওয়াল টাইলস এস্টিমেট করার সময় ১০% অতিরিক্ত ধরে হিসেবে করতে হবে।
উত্তরঃ Pre-Cast পাইলের ক্ষেত্রে যেহেতু পাইল পূর্বে তৈরী করে পরে মাটির ভিতরে প্রবেশ করানো হয় তাই যেগুলোর মান নিয়ন্ত্রণ সহজ। Cast-in-situ পাইলে ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ অত্যন্ত সাবধানতার সাথে করতে হয় যার অনেকটাই ভালো Supervision এবং দক্ষ Workmanship এর উপর নির্ভরশীল। মাঠ পর্যায়ের Cast-in-situ পাইলের মান নিম্নলিখিতভাবে করা হয়ে থাকে:
সাইট ইঞ্জিনিয়ার/জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার একটি পাইলের জন্য কি পরিমান কংক্রিটের প্রয়োজন হবে তার একটি পরিমান পূর্বেই বের করেন। কংক্রিটিং এর সময় নির্ধারিত পরিমানের তারতম্য হলে মাটির নীচে পাইলের অবস্থান সম্পর্কে আপাত ধারনা পাওয়া যায়। যেমন: কংক্রিটের পরিমান বেশি লাগলে ধারনা করা হয় যে পাইলের অভ্যন্তরে Buldge (বালুজ) অথবা Caving (কেভিং) হয়েছে। কম কংক্রিট লাগার মানে বোরিং এর পাশ হতে মাটি ধ্বসে গেছে। পাশাপাশি নিয়মমাফিক কম্প্রেসিভ টেস্টের জন্য সিলিন্ডার স্যাম্পল ও নেয়া হয়।
পাইল কাস্টিং এর পর PIT এর মাধ্যমে পাইলের Continuity টেস্ট করা হয়। প্রত্যেকের উচিত পাইলিং করার পর দৈবচয়ন ভিত্তিতে (Random) কিছু পাইলের PIT করা।
উত্তরঃ- গ্রে মোজাইক (০.৫” পুরু) সিমেন্ট: মার্বেল ১:১
উত্তরঃ- অবশ্যই জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার মাঠ পর্যায়েও দায়িত্বশীল। BNBC-2020; Para 3.3.10, Page 4441 অনুযায়ী পাইলিং অথবা যে কোন Deep Foundation নির্মাণকালে একজন যথাযথ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারের প্রতিনিধির উপস্থিতি আবশ্যক। উক্ত জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার/প্রতিনিধি ফাউন্ডেশন সংক্রান্ত সকল বিষয়ের এমনকি নিরাপত্তার জন্যও দায়িত্বশীল হবেন।
উত্তরঃ- নিচের টেবিলে উত্তরটি দেওয়া হলো,
ডায়ামিটার (মিলিমিটার) |
সুতা |
১০ মিলি |
৩ সুতা |
১২ মিলি |
৪ সুতা |
১৬ মিলি |
৫ সুতা |
২০ মিলি |
৬ সুতা |
২২ মিলি |
৭ সুতা |
২৫ মিলি |
৮ সুতা |
২৯ মিলি |
৯ সুতা |
৩২ মিলি |
১০ সুতা |
উত্তরঃ- নিচের টেবিলে উত্তরটি দেওয়া হলো,
কাজ |
কিউরিং শুরু করার সময় |
কিউরিং এর সময়সীমা |
ফাউন্ডেশন |
২৪ ঘন্টা পর |
৭ দিন |
ইটের গাঁথুনী |
২৪ ঘন্টা পর |
৭ দিন |
ড্যাম্প প্রুফ কোর্স সিমেন্ট কংক্রিট |
২৪ ঘন্টা পর |
৭ দিন |
লিনটেল, সাটশেড |
২৪ ঘন্টা পর |
৭ দিন |
ছাদ ঢালাই |
২৪ ঘন্টা পর |
২১-২৮ দিন |
গ্রাউন্ড ফ্লোর ঢালাই |
২৪ ঘন্টা পর |
৭ দিন |
কলাম |
২৪ ঘন্টা পর |
১৪ দিন |
১” পেটেন্ট স্টোন সিমেন্ট কংক্রিট |
১৫ ঘন্টা পর |
৭ দিন |
উত্তরঃ- নিচের টেবিলে উত্তরটি দেওয়া হলো,
কংক্রিটের গ্রেড |
মিশ্রণ সামগ্রী |
মিশ্রনের অনুপাত |
Compressive Strength (আনুমানিক) |
M 10 |
সিমেন্ট: বালি: খোয়া |
১:৩:৬ |
১৪৫০ PSI |
M 15 |
সিমেন্ট: বালি: খোয়া |
১:২:৪ |
২১৭৫ PSI |
M 20 |
সিমেন্ট: বালি: পাথর |
১:১.৫:৩ |
২৯০০ PSI |
M 25 |
সিমেন্ট: বালি: পাথর |
১:১:২ |
৩৬০০ PSI |
উত্তরঃ- শাটারিং খোলার সময়সূচী,
কাজের বিবরণ |
শাটারিং খোলার সময় |
কলাম এবং বীমের পার্শ্ব দিক |
৩ দিন পর |
বীমের তলা |
২১ দিন পর |
ছাদের তলা (১৫’ স্প্যান পর্যন্ত) |
২১ দিন পর |
ছাদের তলা (১৫’ স্প্যানের চেয়ে রড হলে) |
২৮ দিন পর |
উত্তরঃ- শাটারিং খোলার নিয়ম নিচে দেওয়া হলো,